ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জালাল সিকদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জালাল সিকদার বাউফল পৌর শহরের শেরেবাংলা সড়কের বাসিন্দা। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসার সামনে মুদি মনোহরীর দোকান আছে জালাল সিকদারের। রমজানের আগে তাকে বাসার সামনেই একটি কুকুরে কামড় দেয়। এরপর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন। পরে বাইরের একটি ফার্ম্মেসী থেকে তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ ক্রয় করে প্রয়োগ করেন। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরও জালাল সিকদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জালাল সিকদারের স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন। ঢাকা থেকে এখন পর্যন্ত তার লাশ বাড়িতে এসে পৌঁছেনি। তবে জালাল সিকদারের লাশ সতর্কতার সাথে দাফন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যথাযথভাবে চিকিৎসাসেবা দেওয়ার পরও জলাতঙ্কে জালাল সিকদারের মৃত্যুর প্রশ্নে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বাইরের ফাম্র্মেসীগুলোতে ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ কোড অনুসরন করা হয় না। হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর ফলপ্রসু না হওয়ায় জালাল সিকদারের মৃত্যু হতে পারে বলে তিনি ধারনা করছেন।

বাউফল,জলাতঙ্ক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত